Wednesday, April 4, 2018

ঐশ্বরিয়ার নতুন চমক

যার পদচারণায় উল্লাসে মাতে গ্যালারি। যাকে দেখেই অভিভূত হন দর্শক। তিনি লাখো পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন। এখনো তার রূপ অনেক নারীর মনে ঈর্ষা জাগায়। তিনি সাবেক বিশ্বসুন্দরী, হালে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই।
বিভিন্ন সময়ে অনেক আলোচিত কাজ করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তাই এবারো হয়নি তার ব্যতিক্রম। এবার নতুন চমক দেখালেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রখ্যাত র‌্যাপার, সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামস। এপ্রিল মাসে প্রকাশিত ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদসহ অন্য ছবিগুলোয় ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে বলিউডের এই তারকা কুল, মজার এবং ফ্লার্টি লুকে পোজ দিয়েছেন।
‘ভোগ ইন্ডিয়া’র এবারের ফটোশুট নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়েছে ঐশ্বরিয়াকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ম্যাগাজিনের শুট করাটা তার কাছে খুবই কঠিন ছিল। কারণ, বাসায় মেয়েকে দেখাশোনা, আবার নতুন ছবির শুটিং। যদিও মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন ন্যানি রয়েছেন।

No comments:

Post a Comment