Tuesday, May 1, 2018

টেস্টে প্রথমবারের মতো ৮ নম্বরে বাংলাদেশ

দীর্ঘদিন ধরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এবার টাইগাররা টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ওঠে এসেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
আইসিসির টুইটার পেজে নতুন র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার সঙ্গে সংস্থাটির পেজে উল্লেখ করা হয়, টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৮-এ ওঠল বাংলাদেশ। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। অপরদিকে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। 


No comments:

Post a Comment